অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা হবে: রাঙ্গা

অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা হবে: রাঙ্গা
Publish on 10/10/2017 12:00 AM

FacebookTwitterGoogle+PinterestEmailFacebook MessengerPrintCopy LinkShare1
নিজস্ব প্রতিবেদক :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করেছে। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল সে াতধারায় সম্পৃক্ত করতে কাজ চলছে। তাদের সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করা হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শারি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‘হরিজন সম্প্রদায়ের বেতন বৈষম্য উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেণ শারির নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস। আলোচনায় অংশ নেন আইনজীবী রানা দাশগুপ্ত, সাংবাদিক সুভাষ সিংহ রায়, হরিজন নেতা নির্মল চন্দ্র ও রামানন্দ দাস প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ লাখ দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের অভাবনীয় উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার অনগ্রসর হরিজন জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যাপারে তিনি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারের চলমান দলিত বান্ধব কর্মসূচিতে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।