‘দলিত ও হরিজন জনগোষ্ঠী নাগরিক অধিকার থেকে বঞ্চিত’

‘দলিত ও হরিজন জনগোষ্ঠী নাগরিক অধিকার থেকে বঞ্চিত’
Posted on : Nov 29, 2014 By mahtab
জাতীয়
0
SHARES
Share
Tweet
স্টাফ রিপোর্টার:
————–
দেশের দলিত ও হরিজন জনগোষ্ঠীর ৮০ লাখ মানুষ রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সাংবিধানিকভাবে পাওয়া রাষ্ট্রের বিভিন্ন অধিকার তারা ভোগ করতে পারছে না। গত কাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দলিত ও হরিজন জনগোষ্ঠী বাস্তুহীন ও রাষ্ট্রের করণীয়’ শীর্ষক গণশুনানিতে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা শারি ও হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ সাঈদ বলেন, দেশে যে ৮৬ লাখ মানুষ দলিত জনগোষ্ঠীর, তা আমি আগে জানতাম না। এই দেশের মানুষের মধ্যে কেনো বিভাজন থাকবে তা আমারও প্রশ্ন। এই সম্প্রদায়ের যারা চাকরি করছেন তাদের মাসিক বেতন ৩০০ থেকে ৬০০ টাকা সেই বিষয়টিও বৈষম্য করা হচ্ছে বলে তিনি মনে করেন। দলিত জনগোষ্ঠীর দাবি-ধওয়া প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারলে তা পূরণ হবে বলে মনে করেন তিনি। দলিত গোষ্ঠীর জনগণের উদ্দেশে আবু সালেহ মোহাম্মদ সাঈদ বলেন, আপনাদের জমিতে সরকার ফ্ল্যাট নির্মাণ করে দেবে। সরকারকে নাম মাত্র চার্জ দিলেই চলবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, সংবিধান বলে রাষ্ট্রের কাছে সবাই সমান, কিন্তু রাষ্ট্র সবাইকে সমান চোখে দেখে না। রাষ্ট্রের কাছ থেকে অধিকার আদায় করে নিতে হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী, মন্ত্রিসভা ও বিএনপির স্থায়ী কমিটির মধ্যে দেশের বিভিন্ন সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব করছে না বলেও অভিযোগ তিনি।
ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফামের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারির কাযনির্বাহী সদস্য ড. এম গুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, হেকস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, অক্সফামের প্রকল্প সমন্বয়কারী সৈকত বিশ্বাস, হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, দলিত ঋষি পঞ্চায়েত ফোরামের আহ্বায়ক রাজকুমার দাস প্রমুখ। এদিকে গণশুনাতিতে দলিত ও হরিজন জনগোষ্ঠীর বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক ব্যক্তি ও তাদের সংগঠনের নেতারা অংশ নেন।