দলিত শিশুদের শিক্ষায় অন্তর্ভূক্তি ও রাষ্ট্রের করণীয়

দলিত শিশুদের শিক্ষায় অন্তর্ভূক্তি ও রাষ্ট্রের করণীয় বিষয়ক এক মত বিনিময় করেছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্তা শারি । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মর্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রনজিত কুমার দাশ । শারি এডভোকেসী কো অডিটর রঞ্জন বকসী নুপুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মানেক লাল ঘোষ এবং সাংবাদিক শিব শংকর মোদক । বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের সাধারন সম্পাদক রানন্দ দাস । বক্তারা দলিত জনগোষ্টির মর্যাদা প্রতিষ্ঠার এবং প্রধানমন্ত্রী ঘোষিত প্রজ্ঞাপনের আওতায় বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ৮০% কোটা বরাদ্দের দাবি জানান । দলিত শিশুদেরশিক্ষা প্রতিষ্ঠানে প্রশেধাধিকার নিশ্চিত সহ চাকুরি ও শিক্ষা প্রাতষ্ঠানে ভর্তি ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ ২৯(৩) অনুযায়ী দলিতদেও জন্য কোটা বরাদ্য করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকল শিশুই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে । বাংলাদেশ সরকারের প্্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় বলেছে দেশে কোন অশিক্ষিত থাকবেনা । সকলকেই উপযুক্ত শিক্ষায় অবশ্যই শিক্ষিত হতে হবে