বাংলাদেশ দলিত এন্ড মাইনোরিটি মানবাধিকার মিডিয়া ফোরামের দুইদিন ব্যাপী কর্মশালা

বাংলাদেশ দলিত এন্ড মাইনোরিটি মানবাধিকার মিডিয়া ফোরামের দুইদিন ব্যাপী কর্মশালা রাজবাড়ী /
মেহেদী হাসান, রাজবাড়ী, টাইমটাচনিউজ ২০১৬-০৩-০৪ ২১:১০:১০
Print Friendly and PDF
বাংলাদেশ দলিত এন্ড মাইনোরিটি মানবাধিকার মিডিয়া ফোরামের দুইদিন ব্যাপী কর্মশালা

বাংলাদেশ দলিত এন্ড মাইনোরিটি মানবাধিকার মিডিয়া ফোরামের দুইদিন ব্যাপী পরিকল্পনা সভা শুক্রবার নাটোর শহরের সাহারা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, নাটোর জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্টেশন অফিসার আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে দৈনিক আজকের দর্পন সম্পাদক ও শারির রঞ্জন বকসী নুপু, কো-অডিনেটর উমেশ সাহা, শারির ইমদাদুল হক, বাৎসরিক রিপোর্ট প্রকাশ করেন, মিডিয়া ফোরামের সাধারন সম্পাদক আজহারুল আজাদ জুয়েল। পরে নাটোর রাজবাড়ী পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্টি দলিত সম্প্রদায়। তাদেরকে সচেতন করতে মিডিয়া ডিফেন্ডাররা কাজ করছে। তিনি দলিত জনগোষ্টির মানোন্নয়নে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

দুইদিনব্যাপী পরিকল্পনা সভায় ১৭টি জেলার মিডিয়া ডিফেন্ডাররা অংশ গ্রহন করছেন।