বাগেরহাটে মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা

সংখ্যালঘুদের মানবাধিকার
বাগেরহাটে মানবাধিকার সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা
স্টাফ রিপোর্টার
আপডেট : ০৫:৪৩ পিএম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৬০২

10
SHARES

আলোচনা
বাগেরহাট জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) বাগেরহাট জেলা কমিটির আয়োজনে ‘সংখ্যালঘুদের মানবাধিকার, আইনগত ভিত্তি এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেসকাবের মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা শারির ও কেএসকেএস এর সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা তথ্য অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দীন।

জেলা সুনাম কমিটির সভাপতি মুখার্জী রবীন্দ্রনাথের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুনাম জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ, শারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, মুক্তিযোদ্ধা মানিকলাল মজুমদার, এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, অধ্যক্ষ অজয় চক্রবর্তী, চিকিৎসক জ্ঞান রঞ্জন চক্রবর্তী, গণসংস্কৃতি বিকাল কেন্দ্রের সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংবাদিক খোন্দকার আকমল উদ্দিন সাখি, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আশার আলোর প্রধান নির্বাহী কাকলি সরকার, জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকা রাণী ম-ল, স্বদেশের নির্বাহী পরিচালক কল্লোল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষার জন্য যেমন রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তেমনি ব্যক্তিগত পর্যায়ে মানষিকতার পরিবর্তন আনা দরকার।