শারি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার গোল টেবিল বৈঠকে বক্তারা : দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবিলম্বে দলিত কমিশন গঠন করতে হবে

শারি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার গোল টেবিল বৈঠকে বক্তারা : দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবিলম্বে দলিত কমিশন গঠন করতে হবে
Dalitkantha Posted on বৃহঃস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ খ্রিস্টাব্দ, ২৭ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ

কাশী কুমার দাস, দিনাজপুর :: শারি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ব্রট’র সহযোগিতায় দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণে রাষ্ট্র ও আমাদের করনীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ জানুয়ারি শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক কার্যালয়ের ডে-কেয়ার অফিসার রুমানা ইসলাম, শারি সংস্থার দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস্ মিডিয়া ডিফেন্ডার ফোরামের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন শারি সংস্থার প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু। মূল প্রবন্ধ পাঠ করেন দলিত পঞ্চায়েত ফোরাম দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি দিপালী রানী দাস। মুক্ত আলোচনায় আলোচনা করেন মাইকেল দাস, অশোক কুমার, সুজন দাস, লিটন দাস, দিপ চাঁদ দাস, কৃষ্ণা রবি দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। সভায় বক্তারা বলেন দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবিলম্বে দলিত কমিশন গঠন করতে হবে। দলিত জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে দেশের এবং সমাজের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ সরকার উন্নয়নের লক্ষ্যমাত্রা অংশিদার রাষ্ট্র হিসেবে সকল নাগরিকের সমান অধিকার গুরুত্বের সাথে বিবেচনা করলেও দলিত সম্প্রদায় যুগ যুগ ধরে অবহেলিত সম্প্রদায় হিসেবে মূল্যায়ন পাচ্ছে না। সমাজে ও রাষ্ট্রে তাদের ভূমিকা ও অধিকার প্রতিষ্ঠা করতে হব্। তবে শিক্ষার বিকল্প নেই। তাদেরকে শিক্ষিত হয়ে নিজের অবস্থান সৃষ্টি করতে হবে।