শেরপুরে শারি’র আয়োজনে কৃষাণীদের সাথে মত বিনিময় সভা

শেরপুরে শারি’র আয়োজনে কৃষাণীদের সাথে মত বিনিময় সভা
জি এম বাবুল
শেরপুর প্রতিনিধি

খাদ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবতর্নের মোকাবেলায় তৃণমূল পর্যায়ের কৃষাণীদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল ৫ মার্চ সোমবার সকাল ১০টায় শেরপুর জেলা পরিষদ মিলনায়তনে শারি’র উপ-সমম্বয়কারী রঞ্জন বকসী নুপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি’র আয়োজনে এবং সিএসআর এলের সহযোগিতায় শেরপুর সদর উপজেলার পাকুরিয়া, ভাতশালা ও লছমনপুর তিনটি ইউনিয়ন থেকে তৃণমূল পর্যায়ের ১০জন করে ৩০জন কৃষাণী মত বিনিময়ে অংশ গ্রহণ করে। এ সময় বক্তারা খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এতে বক্তব্য রাখেন, এড.আখতারুজ্জামান, উপজেলা সমবায় অফিসার প্রনব চন্দ্র ভট্টাচার্য, সরকারী শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানআরা বেগম, কৃষাণী শেফালী বেগম, এসপিএসের সমন্বয়কারী মো. হারেজ আলী, মোরশদা বেগম প্রমুখ।