হরিজনদের বেতন বৈষম্য সমাধান করতে হবে রাষ্ট্রকেই : এলজিআরডি প্রতিমন্ত্রী

হরিজনদের বেতন বৈষম্য সমাধান করতে হবে রাষ্ট্রকেই : এলজিআরডি প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক০৯ অক্টোবর, ২০১৭ ইং ১৭:০০ মিঃ
হরিজনদের বেতন বৈষম্য সমাধান করতে হবে রাষ্ট্রকেই : এলজিআরডি প্রতিমন্ত্রী
ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, হরিজনরা এদেশেরই মানুষ, তারা এদেশের ভোটার। তাদের বেতন বৈষম্য তা অবশ্যই রাষ্ট্রকে সমাধান করতে হবে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি’র আয়োজনে ‘হরিজন সম্প্রদায়ের বেতন বৈষম্য : উত্তরণের উপায়’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বেগম নূরুন নাহার ওসমানী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস।

মত বিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস। বাসস।

ইত্তেফাক/এমআই