জামালপুরে প্রতিমা ভাঙচুর

জামালপুরের নান্দিনা বাজারের মাতৃমন্দিরে প্রবেশ করে রোববার গভীর রাতে প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।মাতৃমন্দিরের সভাপতি রঞ্জিত কুমার দেব ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ চঞ্চল জানান, ওই দিন রাতের আঁধারে মন্দিরের লোহার বেড়া টপকিয়ে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ৩টি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে গেছে। পরদিন সকাল ৭টায় মন্দিরের প্রতিমা ভাঙচুর দেখতে পেয়ে জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারকে জানানো হয়েছে। এ ঘটনা জেনে সদর থানা পুলিশ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী রিপন, রানাগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. জলিল, বর্তমান চেয়ারম্যান লুৎফুল কবীর আকন্দ সোহাগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, প্রতিমা ভাঙচুরকারীদের খোঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Reference