দশ টাকায় পরিচ্ছন্নকর্মীদের ব্যাংক হিসাব

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এখন দশ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মীদের মজুরি ব্যাংকের মাধ্যমে পরিশোধের লক্ষ্যে তাদের এ সুবিধা দেয়া হয়েছে। দেশের সব সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক তাদের হিসাব খুলবে ও পরিচালনা করবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা জাতীয় পরিচয়পত্র ও করপোরেশন থেকে দেয়া আইডি কার্ডের বিপরীতে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন।

এসব ব্যাংক হিসেবে নূ্যনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ করা যাবে না। একইভাবে কোন ধরনের চার্জ বা ফি আদায় করা যাবে না। এছাড়া চেক বইয়ের অপ্রতুলতা থাকলে তাদের ভাউচারের মাধ্যমে লেনদেন করতে দিতে হবে। এসব হিসাব খুলে তার অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে বলা হয়েছে নির্দেশনায়। – See more at: http://www.sangbad.com.bd/index.php?ref=MjBfMDdfMjlfMTNfMV8yNF8xXzEzODMzNQ==#sthash.MCjYW8MY.dpuf