ভোলায় মন্দিরে হামলা : আহত ৪ : আটক ৩

ভোলার লালমোহনে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও মন্দিরের সেবাইতসহ চারজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজসহ লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ তিন দুর্বৃত্তকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন_ জসিম, মোবারক, রিয়াজ।

স্থানীয় সূত্র জানায়, লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষ্ণ সরকারের আঙ্গিনা মন্দিরের পাশে একটি ঢেঁড়স ক্ষেতে পার্শ্ববর্তী অলি বেপারির গরু গিয়ে ঢেঁড়স নষ্ট করে। এ সময় জমির মালিক নিরঞ্জন চন্দ্র দাসের স্ত্রী ঝর্ণা গরুতে ঢেঁড়স খাওয়ার জন্য প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অলি বেপারি ঝর্ণাকে মারপিট করতে থাকলে মন্দিরের সেবাইত কিরণ চন্দ্র দাস অলি বেপারিকে মারতে নিষেধ করেন। এ কারণে অলি বেপারির নেতৃত্বে তার ছেলে সিরাজ, মোশারেফ, মোবারক, রিয়াজ, ভায়রা ইনু উল্যাহ, ভায়রার ছেলে কামরুল, লোকমান, রাকিবসহ ১৫-২০ জন মন্দিরে গিয়ে হামলা চালায়। তারা মন্দিরের ৮টি প্রতিমা ভাঙচুর করে ও লুটপাট চালায়। এ সময় মন্দিরে থাকা সেবাইত কিরণ চন্দ্র দাস, তার মা বিরঙ্গনী বৈষ্ণব, ভাইয়ের স্ত্রী ববিতাকে মারপিট করে আহত করে তারা।

লালমোহন থানার ওসি খন্দকার মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

Reference