মুরাদনগরে কালীমন্দির ভাঙচুর

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের কালীমন্দিরের মূর্তি গত রোববার রাতে কে বা করা ভাঙচুর করে পূজা অর্চনার জিনিসপত্র নিয়ে গেছে। খবর পেয়ে গতকাল সকালে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কালীমন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন দাস বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, সোমবার সকালে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিদিনের ন্যায় প্রণাম করতে গিয়ে কালীমন্দিরের স্টিলের দরজা ভাঙা দেখতে পায়। তখন ভিতরে প্রবেশ করে দেখে মন্দিরে রক্ষিত কালীমূর্তি ও শীতলা মূর্তি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। ঘটনার সময় মন্দিরের ভিতরে থাকা পূজা অর্চনায় ব্যবহৃত পিতলের থালা, ঘটি, গ্লাস, ঘণ্টা, শিবপাত্র, বটিদা ও দানবাক্স কে বা কারা নিয়ে যায়। এতে প্রতিমা ভাঙচুর করে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং দানবাক্সে থাকা নগদ অনুমান ১২ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Reference