লালমোহনে হিন্দুদের বাড়িতে দুর্বৃত্তের আগুন

ভোলার লালমোহনে হিন্দু পরিবারসহ পৃথক দুই গ্রামে শুক্রবার রাতে অগি্নকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করে। শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ঘরামি বাড়িতে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে রিকশাওয়ালার বাড়িতে এ অগি্নকা-ের ঘটনা ঘটে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ খন্দকার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ইউপি সদস্য গোপাল বেপারী রাত সাড়ে ৯টার দিকে ঘরামি বাড়ির প্রফুল ঘরামির রান্না ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। এতে রান্না ঘরের বেড়া পুড়ে যায়। আগুনের শিখা দেখে প্রফুল ঘরামির স্ত্রী ডাক-চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রফুল ঘরামি কিছুদিন আগে মারা যায়। ঘরে তার স্ত্রী ও ১ ছেলে ছিল। এ ঘটনায় লালমোহন থানার অফিসার ইনচার্জ খন্দকার মিজানুর রহমান ওই বাড়িতে গিয়ে পরিদর্শন করেন। অপরদিকে চরভূতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মো. নীরব মাতাব্বর জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ গ্রামের রিকশাওয়ালা বাড়ির রিকশাচালক শাহে আলমের নতুন টিনের ঘরে অগি্নকা-ের ঘটনা ঘটে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

Reference