শেরপুরে জমি বিরোধের জের ধরে প্রতিমা ভাংচুর

1 (6)শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাইল বাজারের বিনাপানি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনমনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, ১০-১২ বছর ধরে হাজী আবু বক্কর ধানশাইলের বিধবা দাদশী বর্মণের প্রায় ১৬ একর জমি দখল করে আসছিল। কিছুদিন আগে শালিশির মাধ্যমে বিধবা জমি ফিরে পেলেও নানাভাবে অত্যাচার করে আসছে হাজী আবু বক্কর ও তার লোকজন। উদ্ধার হওয়া জমিতে বিধবা একটি ঘর নির্মাণ করেন। এর জের ধরেই হাজী বক্কর সঙ্গীদের নিয়ে তার নির্মিত ঘর ভেঙে দেয় এবং যাওয়ার সময় প্রতিমা ভাংচুর করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, যে কারণেই এ ঘটনা ঘটুক আর যারাই এই কাজ করে থাকুক, দোষীদের স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। এদিকে এসপি সার্কেল সালাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকমল নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এক্ষেত্রে স্থানীয়দের সহায়তা কামনা করেন তিনি। ইন্ধনদাতাদেরও খুঁজে বের করতে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।

Reference