শেরপুরে দলিত সম্প্রদায়ের মানবিক উন্নয়ন কর্মশালা

অধিকারবোধ সম্পর্কে ধারণা না থাকা, শিক্ষার অভাব ও সামাজিকভাবে পিছিয়ে থাকার কারণে দলিত সমপ্রদায়ের মানবিক উন্নয়ন ঘটছে না। অবহেলিত দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা ছাড়া বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। মুচি, রবিদাস, হদি, ঋসিদাস, হরিজনসহ দেশের ১২টি দলিত সমপ্রদায়ের মানবিক উন্নয়ন ঘটাতে তাদের নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটানো জরুরি। এসব দলিত সমপ্রদায়ের মানবিক উন্নয়ন এবং তাদের মধ্যকার হারিয়ে যাওয়া পঞ্চায়েতের জাগরণ ঘটাতে শেরপুরে অনুষ্ঠিত হলো দলিত সমপ্রদায়ের মানবিক উন্নয়ন কর্মশালা। শেরপুর খামারবাড়ী মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শারি’ ফিনল্যান্ডের ‘কিয়স ফাউন্ডেশনের’ সহায়তায় এ কর্মশালার আয়োজন করে। এতে শেরপুর ও জামালপুর জেলার সাত উপজেলার চারটি দলিত সমপ্রদায়ের ২০টি পঞ্চায়েতের মাদবর বা সরদারসহ ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Reference