সরকারি সেবাপ্রাপ্তিতে দলিত নেতৃবৃন্দ

204
শারি’র বাস্তবানাধীন প্রকল্পের বার্ষিক পরিকল্পনানুসারে প্রতিটি কর্মএলাকার পঞ্চায়েত কমিটির সাথে দ্বি-মাসিক সভা করা হয়। সভার আলোচ্য বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চায়েতে নারী নেত্রীর অংশগ্রহন, বিয়ে নিবন্ধন, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্থানীয় সরকার সহ অন্যান্য সরকারি বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করা। তারই ধারাবাহিকতায় পঞ্চায়েত,ছায়া পঞ্চায়েত ও যুব ক্লাব নেতৃবৃন্দ স্ব এলাকার ইউনিয়ন পরিষদসহ সরকারী অফিস বিশেষ করে সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ করছেন। নিয়মিত যোগাযোগের কারণে প্রতিবেদন মাসে কেরানীগঞ্জের পশ্চিম রামেরকান্দার নেতৃবৃন্দ কোনাখোলা উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে মন্দির সংস্কারের জন্য ১,০০,০০০/= প্রাপ্ত হয়েছে। অন্যদিকে ঢাকার নারিন্দা ঋষিপাড়ার নেতৃবৃন্দ হিন্দু কল্যান ট্রাষ্ট থেকে মন্দির সংস্কারের জন্য ২,০০,০০০/= অনুদান প্রাপ্ত হয়েছে। লালবাগ পশ্চিম ঋষিপাড়ায় ৩০টি এবং পূর্ব ঋষিপাড়ার ২০টি মোট ৫০টি ঝুড়ি ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ময়লা ফেলার ঝুড়ি সংগ্রহ করেন। তারানগর ইউপি চেয়ারম্যানের সহযোগীতা ভাওয়াল ঋষিপাড়ার নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে ভাওয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৭ম শ্রেনীর সবুজ, স্বপ্না, নুপুর ৬ষ্ট শ্রেনীর নির্জনা স্কুলের বেতন ফুল ফি করতে সহযোগীতা করেন।