সৎকার করতে না পেরে লাশ নিয়ে প্রতিবাদী অবস্থান

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লাশ সৎকার করার জমি দখলের প্রতিবাদে লাশ নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ওই সম্প্রদায়ের লোকজন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গোভীপুর গ্রামের সরকারি খাস জমিতে সংখ্যালঘু পরিবারের লোকজন লাশ সৎকার করে আসছে।

শনিবার দুপুরে গ্রামের পণ্ডিত কুমার দাসের মেয়ে সাধনা দাসের (১৮) লাশ ওই শশ্মানঘাটে সৎকার করতে যায় পরিবারের লোকজন। এ সময় গোভিপুর গ্রামের কয়েকজন জমিটি তাদের নিজেদের দাবি করে লাশ সৎকার করতে দেয়নি।

লাশ সৎকার করতে না পেরে তারা সাধনা দাসের লাশ নিয়ে আজ অবস্থান কর্মসূচি পালন করে।

শশ্মানঘাটের জায়গার বিষয়ে সুষ্ঠু সমাধান করে সাধনার লাশ সৎকার করা হবে জেলা প্রশাসক মাহমুদ হোসেন এমন আশ্বস দিয়ে লাশ নিয়ে বাড়ি ফিরে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন।

Reference