হরিজনদের বেতন বৈষম্য রাষ্ট্রকেই সমাধান করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

1
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, হরিজনরা এদেশেরই মানুষ, তারা এদেশের ভোটার, তাদের বেতন বৈষম্য তা অবশ্যই রাষ্ট্রকে সমাধান করতে হবে।
৯ অক্টোবর ২০১৭ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শারি’র আয়োজনে ‘হরিজন সম্প্রদায়ের বেতন বৈষম্য : উত্তরণের উপায়’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বেগম নূরুন নাহার ওসমানী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহরায়, বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস।
মত বিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস।
হরিজনদের চাকুরীর বিষয়টি নিয়ে সংসদে কথা বলবেন উল্লেখ করে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে এদেশের সব জনগোষ্ঠীর মানুষই যুদ্ধ করেছে। বলা হয়েছিল- দেশ স্বাধীন হলে কোন জাত পাত, বর্ণবৈষম্য থাকবে না। কিন্তু তারপরও একটি শ্রেণি বৈষম্য প্রথা চালু রেখেছে। এর থেকে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে রেহাই দিতে অবশ্যই বণ্যবৈষম্য নিরোধ আইন পাস করতে হবে’।