Community Hearing at Jamur 8873

পঞ্চায়েত কার্যক্রমে এলাকাবাসীর অংশগ্রহন তথা পঞ্চায়েতের কাজের স্বচ্ছতা আনয়ন কল্পে সেপ্টেম্বর মাসে বেরাইদ টেকপাড়া, শ্যামপুর ও জামুর মধ্য ঋষিপাড়ায় দিনব্যাপী কমিউনিটি হিয়ারিং অনুষ্ঠিত হয়। উক্ত হিয়ারিং মোট ১৪৮ জন (পুরুষ ৬৮ ও নারী ৮০) পঞ্চায়েত নেতা, ছায়া পঞ্চায়েত নেত্রীবৃন্দ এবং যুব সমাজ প্রত্যক্ষ ভাবে অংশগ্রহন করেন। পঞ্চায়েত নেতাগন সকলের সামনে পঞ্চায়েত কার্যক্রম উপস্থাপন করেন। উপস্থাপন শেষে উপস্থিত অংশগ্রহনকারীদের মতামত হলো স্থানীয় সরকার প্রতিনিধিদেও সাথে পঞ্চায়েত নেতাদের যোগাযোগ বৃদ্ধি করলে সরকারী সুযোগ সুবিধা পেতে সহজ হতো।