দৌলতপুরে সুনামের আয়োজনে ৩দিন ব্যাপী আরটিআই প্রশিক্ষণ সম্পন্ন

দৌলতপুরে সুনামের আয়োজনে ৩দিন ব্যাপী আরটিআই প্রশিক্ষণ সম্পন্ন
তারিখ: এপ্রিল ২৫, ২০১৮বিভাগ: মিডিয়া108 জন দেখেছেন
দৌলতপুরে সুনামের আয়োজনে ৩দিন ব্যাপী আরটিআই প্রশিক্ষণ সম্পন্ন
FacebookTwitterGoogle+Share
মেইল বক্স | ডুমুরিয়া ও দিঘলিয়া উপজেলা সুনাম কমিটির মানবাধিকার সুরক্ষক প্রশিক্ষণপ্রাপ্তদের ৩দিন ব্যাপী আরটিআই, প্যারালিগ্যাল ও ফ্যাক্ট ফাইন্ডিংস এর উপর প্রশিক্ষণ দৌলতপুর উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল থেকে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে গতকাল ২৫ এপ্রিল অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের সভাপতি শাহীন জামান পন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজনকারী সংস্থা শারি’র সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, হিউম্যানিটিওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, শারি’র অ্যাডভোকেসি অফিসার পলাশ দাশ, সুনাম খুলনা জেলা কমিটির কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম বাপ্পী, প্রশিক্ষণার্থী ও সুনাম দিঘলিয়া উপজেলা কমিটির সদস্য সাদি আল আসিফ, ফাতেমা আক্তার প্রমুখ।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ২৪ এপ্রিল প্রশিক্ষণার্থীরা ২টি ভাগে ভাগ হয়ে দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসারের কাছে আরটিআই এ্যাক্ট-২০০৯ অনুযায়ী উপজেলায় দলিতদের সংখ্যা এবং তাদের সরকারী সেবা প্রাপ্তির বিষয়ে তথ্য চাওয়া হয় এবং পথের বাজার ঋষিপাড়ায় তাদের অবস্থা অবস্থান সম্পর্কে তথ্য নিতে মাঠ পরিদর্শণ করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি