সাতক্ষীরায় দলিতদের মূলধারায় সম্পৃক্ততে করণীয় বৈঠক

সাতক্ষীরায় দলিতদের মূলধারায় সম্পৃক্ততে করণীয় বৈঠক
সাতক্ষীরা প্রতিনিধিডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:৪৪, ২৯ জানুয়ারি, ২০১৮

সাতক্ষীরায় দলিতদের মূলধারায় সম্পৃক্ততে করণীয় বৈঠক
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরায় দলিত ক্ষুদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে রাষ্ট্র ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা শারি, স্বদেশ ও দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন শারির প্রোজেক্ট কো-অর্ডিনেটর রঞ্জন বকশি নুপু।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৭০ লাখ দলিত জনগোষ্ঠী বাস করে। দেশের উন্নয়নে এদের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টি সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

আরো বক্তব্য রাখেন বরসার সহকারী পরিচালক মো. নাজমুল আলম মুন্না, টিআইবি সাতক্ষীরার সমন্বয়কারী আবুল ফজল মো. আহাদ, তাপসী রায়।

দলিতদের মধ্যে বিভিন্ন দাবিতে বক্তব্য তুলে ধরেন আনারতি দাস, ভদ্রদাস ও হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা চন্দন হেলা প্রমুখ। বৈঠক শেষে ৪ দফা দাবিতে প্রধানমন্ত্রী ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ডেইলি বাংলাদেশ/আরআর