বাজেটে দলিতদের জন্য আলাদা বরাদ্দের দাবি

অর্থনৈতিক রিপোর্টার: আসন্ন বাজেটে ৭০ লাখ দলিতের জন্য আলাদা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত নারী আন্দোলন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাস্তবায়নকারী সংস্থা শারি এবং সহযোগী সংস্থা অক্সফামের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  দয়াগঞ্জ তেলুগু সিটি কলোনির অন্তরা বিশ্বাস বলেন, দলিত শ্রেণীর বিভিন্নভাবে সমাজের একটি আলাদা জায়গায় রাখা হয়। কোনভাবেই তাদেরকে মূলধারায় সম্পৃক্ত হতে দেয়া হচ্ছে না। সমাজপতিরা এই কাজটি করলেও সরকারিভাবে তাদেরকে আলাদা কোন ব্যবস্থা দেয়া হয় ন। আদিবাসীদের জন্য কোটা পদ্ধতি ও বাজেটে আলাদা বরাদ্দ রাখা হলেও দলিত সম্প্রদায় সেই প্রাপ্তি থেকে বঞ্চিত। আসন্ন বাজেটকে সামনে রেখে বেশ কিছু দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দলিত শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে। অন্যদিকে সকল সেফটি নেট প্রকল্পে দলিতদের জন্য আলাদা বাজেট বরাদ্দ এবং দলিত কমিশন গঠন করে তাদের জীবন মান্নোয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

Reference