দলিত শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

দলিত শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত
১২ সেপ্টেম্বর, ২০১৮ ইং

“দলিত শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের করণীয়” বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শারি’র আয়োজনে এবং ইউএনডিপি এইচআরপি’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক রণজিত কুমার দাস বলেন, সকল শিশুই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে। সকলকেই উপযুক্ত শিক্ষায় অবশ্যই শিক্ষিত হতে হবে।

শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মানিক লাল ঘোষ এবং সাংবাদিক শিব শংকর মোদক। শারি’র এডভোকেসি কো-অর্ডিনেটর রঞ্জন বকশী নুপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের সাধারণ সম্পাদক রামানন্দ দাস, বাংলাদেশ দলিত নারী আন্দোলনের সভানেত্রী বাসন্তী রানী দাস প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি