• দলিত জনগোষ্ঠিকে সরকারি ও বেসরকারিভাবে প্রণোদনা দেয়া জরুরি Posted on by

    সুব্রত দাস রনক :: দলিত জনগোষ্ঠিকে সরকারি ও বেসরকারিভাবে প্রণোদনা দেয়া জরুরি হয়ে পড়েছে। দলিত শব্দটি সামাজিকভাবে নিচু হিসেবে গণ্য করা হয় এবং ওইসব পেশার সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই ‘দলিত’ বলতে বাংলাদেশে কাঠামোগতভাবে নির্যাতিত, বঞ্চিত, প্রান্তিক সেসব মানুষকে বোঝায় যারা শুচি-অশুচি বা অস্পৃশ্যতার ধারণার ভিত্তিতে গড়ে ওঠা পেশা, বংশ, জাতি বা দলগত পরিচয়ের কারণে বংশ পরম্পরায় বৈষম্যের শিকার। দলিতরা সাধারণভাবে শ্রেণী রাজনৈতিক প্রভাব এসব বিবেচনায় সবচেয়ে প্রান্তিক ও নিপীড়িত জনগোষ্ঠীর একটি। কারিগরি শিক্ষাক্ষেত্রে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় কর্মক্ষেত্রে দলিত জনগোষ্ঠী পিছিয়ে বলে উল্লেখ্য করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা সাথী সমাজকল্যান সংস্থার উপদেষ্টা সিনিয়র শিক্ষক বাবু রতন চন্দ্র দাস। এ ক্ষেত্রেও সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা দরকার। তিনি বলেন, দলিত সম্প্রদায় ও তার প্রজন্মকে মানবসম্পদে পরিণত করা সরকারের লক্ষ্য হওয়া উচিৎ। বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের অধিকাংশ বাঙালি মুসলিম হলেও এখানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদির ভিত্তিতে আবার যথেষ্ঠ বৈচিত্র্য রয়েছে। রয়েছে নানা জাতি-গোষ্ঠির বসবাস। Continue reading

    This news was posted in . Bookmark the permalink.
  • শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন নয় দলিত জনগোষ্ঠী Posted on by

    অচিন্ত্য মজুমদার :: দলিত পরিবারের অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। অনেকে জানেই না শিশুর পুষ্টি কী জিনিস। জানেন না পুষ্টিকর খাবার কেন খায় এবং পুষ্টিকর খাবার কোনগুলো? ফলে দলিত জনগোষ্ঠির শিশুর শারীরিক উন্নতি হয় না। অধিকাংশ শিশুরাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুষ্টিহীনতায় ভোগে। এর প্রধান কারণ হিসেবে দারিদ্র্যকে দায়ি করেছে ভোলা পৌরসভার হরিজন কলোনীর বাসিন্দারা। তারা যেহেতু চিরস্থায়ী দারিদ্র্যসীমার নিচে থাকেন সেহেতু স্বাস্থ্যের পরিস্থিতি খুবই খারাপ। হাট-বাজার, রাস্তা, ড্রেন, টয়লেট, অফিস-আদালত পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন তারা। কিন্তু তাদের জীবনটা পরিস্কার করতে কোনদিন সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নেয়নি বলে জানান তারা। সরেজমিনে হরিজন কলোনীর বাসিন্দাদের সাথে আলাপ করে জানা গেছে এমনসব তথ্য। Continue reading

    This news was posted in . Bookmark the permalink.
  • ঊজ্জ্বল আগামীর স্বপ্ন দেখছে জুরাইন ঋষিপাড়ার যুবরা Posted on by

    ইভা পাল, প্রশিক্ষক,০৭ জানুয়ারী ২০১৯ :: অধিকার কেউ কাউেকে দেয় না, আদায় করে নিতে হয়। কথাটি সত্য। কিন্তু অধিকার শব্দটি একসময় অনেক দলিত এলাকার মতো জুরাইন ঋষিপাড়ার শান্ত, রাকেশ, প্রিয়াংকা আর শুক্লা নামের যুবদের কাছে খুবই অচেনা এবং সাহসের বিষয় ছিল। কারো কাছে ন্যায্য পাওনা বা জীবন পরিচালনায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ন্যায্য দাবী করা অধিকার তা যখন শারি সংস্থা কর্তৃক আয়োজিত মানবাধিকার সুরক্ষক প্রশিক্ষণ এ জানতে পারে। তখন থেকেই নিজের এবং সমাজের জন্য লড়ে যাওয়া, সচেতনতায় পথ চলা। কারণ এরা সকলই শারি সংস্থার মানবাধিকার সুরক্ষক ফোরামের সদস্য। তারই তাগিদে নিয়মিতভাবে শহর সমাজসেবা, ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশনসহ হাসপাতালে যোগাযোগ। আজকের এই সাফল্যতার পথে চলার গল্পটা তাদের নিজেদেরকে ঘিরে। বিগত জুন ২০১৮ ধুপখোলা সমাজসেবায় দক্ষতা উন্নয়ন (কম্পিউটার) প্রশিক্ষণের জন্য এলাকার ১০জন যুবকের তালিকা জমা দিলে, যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয় ০৪জন। বিগত ০৯ জুলাই ২০১৮ তারিখ হতে ধুপখোলা সমাজসেবায় ৫০দিনের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে তারা সফলতার সাথে কোর্স সমাপ্ত করে । Continue reading

    This news was posted in . Bookmark the permalink.
  • বিভা রানী দাসের নিভে যাওয়া শিক্ষার আলো পুনরায় ফিরে পেয়ে খুশি Posted on by

    ঢাকা জেলার বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের মধ্য বেরাইদ ঋষি পাড়ার অতি দরিদ্র এক পরিবারে তার জন্ম। তার বাবার নাম:মৃত মহাদেব দাস,মাতা:মায়া রানী দাস, দুই ভাই,দুই বোন বিভা সবার ছোট,বড় বোন এবং বড় ভাই এর বিয়ে হয়েছে। বিভা দাস ২০১৫ সালে শারি সংস্থার পরিচালিত কোচিং সেন্টারের মেধাবি ছাত্রী ছিল পড়াশুনায় খুব ভালো সে ২০১৫ PSC পরীক্ষায় 4.56 পেয়ে বড় বেরাইদ রওশনারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভতি হয়। তার আশা পড়াশুনা করে বড় হওয়ার স্বপ্ন দেখত কিন্তু নিয়তির একি নিম্ম খেলা হঠাৎ তার বাবার মৃতু্্য হয়। বতমানে সে ৮ম শ্রেনীর ছাত্রী। তার ভাই বিয়ে করেছ সে মানসিক প্রতিবন্দি তার মায়ের মানসিক অসুস্থ থাকেন এঅবস্থায় তার স্কুলের পড়াশুনার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এবং স্কুলের কোচিং ফি,পরীক্ষার ফি,প্রাইভেট পড়ার খরচ যাবতীয় খরচ চালানো Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উদযাপন Posted on by

    ‘‘সময় এখন নারীর উন্নয়নে ত্রাা: বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা’’ এই মূল ধারাকে সামনে রেখে Promoting Gender Sensitive Panchayets of Dali Community in Bangladesh project প্রকল্পের বার্ষিক পরিকল্পনানুযায়ী শারি সংস্থা এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে প্রকল্পের ৫০টি এলাকার … Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • সরকারি সেবাপ্রাপ্তিতে দলিত নেতৃবৃন্দ Posted on by

    শারি’র বাস্তবানাধীন প্রকল্পের বার্ষিক পরিকল্পনানুসারে প্রতিটি কর্মএলাকার পঞ্চায়েত কমিটির সাথে দ্বি-মাসিক সভা করা হয়। সভার আলোচ্য বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঞ্চায়েতে নারী নেত্রীর অংশগ্রহন, বিয়ে নিবন্ধন, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্থানীয় সরকার সহ অন্যান্য সরকারি বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করা। তারই ধারাবাহিকতায় পঞ্চায়েত,ছায়া পঞ্চায়েত ও যুব ক্লাব নেতৃবৃন্দ স্ব এলাকার ইউনিয়ন পরিষদসহ সরকারী অফিস বিশেষ করে সমাজসেবা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ করছেন। নিয়মিত যোগাযোগের কারণে প্রতিবেদন মাসে কেরানীগঞ্জের পশ্চিম রামেরকান্দার নেতৃবৃন্দ কোনাখোলা উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে মন্দির সংস্কারের জন্য ১,০০,০০০/= প্রাপ্ত হয়েছে। অন্যদিকে ঢাকার নারিন্দা ঋষিপাড়ার নেতৃবৃন্দ হিন্দু কল্যান ট্রাষ্ট থেকে মন্দির সংস্কারের জন্য ২,০০,০০০/= অনুদান প্রাপ্ত হয়েছে। Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • কিছু আবেগ অসম্পূর্ণই থেকে যায়, যেমনটি হয়েছে মুক্তিযোদ্ধা পরেশ দাসের Posted on by

    ইভা পাল, প্রকল্প উপ-সমন্বয়কারী :: এখন মরতে পারলেই বাঁচি বাক্যটি শুনতে কিছুটা অবাক হওয়ার মতো অনুভূতি জাগছে। হ্যাঁ আমারও লেগেছিল যখন প্রথমবার এরকম কথা একজন বীর মুক্তিযোদ্ধার মুখে শুনি। সুদীপ্ত সূর্যটি তখন মাথার ওপরে। কথা বলতে বলতে কখনও কখনও খুব বিস্মিত হচ্ছিলাম। তারপরও গল্প শুনা নারায়ণগঞ্জ জেলা শহরের নিতাইগঞ্জ (দাসপাড়া) ঋষিপাড়ার চৌদ্দ পুরুষের ভিটে বাড়িতে বসবাসরত ৬৯ বছরের পরেশ দাস এর সাথে। পরলোকগত বাবা সুরেন্দ্র দাস মাতা সুরবালা রানীর পাঁচ সন্তানের (২ছেলে ৩মেয়ে) মধ্যে পরেশ দাস ছিলেন ভাইয়ের মধ্যে ছোট এবং বোনদের বড়। ঠাকুরদাদা-ঠাকুরমার ইচ্ছেতেই ছেলের নাম হয়েছিল পরেশ। জগত সংসারে সবার সুখের পরশ হবে। তাই ছিল তাদের ভাবনায়। কিন্তু যৌথ পরিবারের আর্থিক টানপোড়ার তাপ আর গুরুত্বহীনতায় প্রাইমারী পাশ করা হয়ে ওঠেনি পরেশের জীবনে। Continue reading

    This News was posted in  |  |  and tagged . Bookmark the permalink.
  • ময়মনসিংহের দলিত সমাজ ব্যবস্থায় নেই নারী নেতৃত্ব, নেই সিদ্ধান্ত দেয়ার কোন সুযোগ Posted on by

    আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ :: বিশ্বের সাথে তাল মিলিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আজ মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অগ্রগণ্য। বর্তমান সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেতা নারী, এমনকি জাতীয় সংসদের স্পিকারও হলেন নারী। নারীদের এতো জয়জয়কার অবস্থার মধ্যেও আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীদের এখনও অবহেলার দৃস্টিতে দেখা হয়। আমাদের মতো নারীদের নেই নেতৃত্ব দেয়ার কোন সুযোগ। প্রায় দুইশ’ বছর ধরে এভাবে চলছে নারীদের দমিয়ে রাখার পায়তারা। ক্ষোভের সাথেই এসব কথা বলছিলেন ময়মনসিংহ হরিজন পল­ীর গৃহবধু মুন্নী সরকার। তিনি হরিজন জনগোষ্ঠীর সদস্য হয়েও লেখাপড়া শিখে বর্তমানে হরিজন পল­ী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। Continue reading

    This News was posted in  |  and tagged , . Bookmark the permalink.
  • যশোরের হরিজন ও ঋষি পল্লীতে বাল্যবিয়েই প্রথা ! Posted on by

    এইচ আর তুহিন, যশোর :: ১০-১৪ বছরের মধ্যে বিয়ে না হলে সেই মেয়ের কপালে জোটে ‘আইবুড়ো’ তকমা। আর ১৫ পেরুলে তো পাত্র পাওয়াই দুস্কর! ‘এতো বয়সী’ (১৫ বছর) মেয়েকে বিয়ে করবে কে ? আর কেউ রাজি হলেও বিনিময়ে দিতে হয় মোটা অঙ্কের যৌতুক। যে কারণে যৌবনে পদার্পণ করার আগেই বালিকাদের কাঁধে চেপে বসে সংসারের জোয়াল।
    যশোরের বিভিন্ন হরিজন ও ঋষিপল্লীতে বাল্যবিয়ের এ রীতি আজও প্রচলিত। সরকারি-বেসরকারি পর্যায়ের কোনো সচেতনতা কার্যক্রমই এ জনগোষ্ঠীকে তাদের প্রাচীন জীবনধারা থেকে বের করতে পারেনি। Continue reading

    This News was posted in and tagged , , . Bookmark the permalink.
  • শ্রদ্ধা জানাই শারি সংস্থাকে আমি ও আমার এলাকার শিশুদের সহযোগী বন্ধু হওয়ার জন্যে Posted on by

    ইভা পাল, প্রকল্প উপ-সমন্বয়কারী, ১৩ ডিসেম্বর ২০১৭ :: যদি মানুষের চেষ্টা থাকে, তাহলে কোনদিন কোন না কোন ভাবে তা অর্জন করা যায় এই বিশ্বাস রেখেই পথ চলা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাবলীগঞ্জের মেয়ে স্বীকৃতি রানী দাসের। বাবা হরি কিশোর দাস (৬০),মাতা লক্ষ্মী রানী (৫৫), বড় ভাই বিমল দাস (৪০) বেসরকারী একটা চাকুরী করে, ছোট ভাই বিপক দাস (২২) লেখাপড়া করছে। বাবার কৃষি কাজ আর বড় ভাইয়ের চাকুরী দিয়ে তিন ভাইবোনকে নিয়ে ভালই কাটছিল সংসার। কিন্তু সমাজ আর সামাজিকতার কারণে ২০০৭ সালেই পাশের গ্রামের (আশ্রাফব্দী) কৃষক চন্দ্র শেখর দাসের সাথে বিয়ের পিড়িতে বসতে হলো। লেখাপড়ার স্বাদ মিটাতে পারেনি স্বীকৃতি। তারপরও ছোট ভাইয়ের উৎসাহ আর স্বামীর সহযোগীতার ২০০৯ সালে এসএসসি পাশ করে। সংসারের আর্থিক দুরাবস্থা আর সন্তান ছোট থাকার দরুন আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • আমি শারি সংস্থার ছায়া পঞ্চায়েত নেত্রী বলেই সেলাই মেশিনটা পাওয়া সহজ হয়েছে Posted on by

    ইভা পাল, প্রকল্প উপ-সমন্বয়কারী,১৩ ডিসেম্বর ২০১৭ :: পরিবার ও সমাজে সুখের আলো ছড়াবে এই প্রত্যাশা নিয়ে ঢাকার কেরাণীগঞ্জ জেলার জাজিরা ঋষিপাড়ার ধীরেন চন্দ্র দাস ও নিয়াশা রানী আদর করে প্রথম সন্তানের নাম রেখেছিল উষা রানী। প্রতিটি ঋষিপাড়ার মতো এখানেও ব্যতিক্রম হয়নি। কন্যা সšতান উষা রানী দাসের দ্রুত বেড়ে ওঠা, সামাজিক চাপ এবং নিরাপত্তার অনিশ্চিয়তা উচ্চ বিদ্যালয়ে গিয়ে উচ্চ আশা পূরণ করা সম্ভব হয়নি। সপ্তম শ্রেণীর পাসের পর ১৬ বছর বয়সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আশ্রাফব্দী গ্রামের সূর্যকুমার দাসের জ্যেষ্ট ছেলে ১৯৯৭ সালে বাবুল চন্দ্র দাসের সাথে বাল্যবিয়ের পিড়িতে বসতে হয় উষা রানীকে। স্বামী বাবুল দাস অন্যের গাড়ি চালাক হিসাবে কাজ করেন। মাসের সব দিনই আবার কাজ থাকে না। আজ দুই সন্তানের জননী। মেয়ে লাবনী দাস নবম শ্রেণীতে পড়ে Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • দারিদ্র্য ও শিক্ষার অভাবে বাগেরহাটের দলিত সম্প্রদায় ও দরিদ্র সংখ্যালঘুরা বাল্য বিয়ের কুফল জানেনা Posted on by

    আজাদুল হক, বাগেরহাট :: বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচী করলেও বাগেরহাটের দলিত সম্প্রদায় ও দরিদ্র সংখ্যালঘুরা বিবাহ রেজিস্ট্রেশন ও বাল্য বিবাহের কুফল বিষয়ে কিছুই জানেনা। সরকারী বা বেসরকারী ভাবে এ কর্মসুচী বিষয়ে সভা সেমিনার হলেও প্রচার প্রচারনা না থাকা ও দলিত স¤প্রদায় এবং দরিদ্র সংখ্যলঘুরা এ সব সভা সেমিনারে অংশ নিতে পারে না। ফলে সরকারের এ পদক্ষেপটি প্রান্তিক এ জনগোষ্ঠীকে আকৃষ্ট করতে পারে নাই। এমনই কথা বললেন, বাগেরহাট জেলা সদরে কর্মরত একাধিক সংবাদকর্মী। সমাজের সব থেকে সুবিধা বঞ্চিত বাগেরহাট সদরের মুনিগঞ্জ ঋষিপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে এ বিষয়ে জানতে গেলে ওই পাড়ার গৌর রবি দাস, দীপক রবি দাস ও তাদের স্ত্রীরা জানান, আমাদের মেয়েরা একটু বড় হলেই একই গোত্রের মধ্যে বিবাহ সম্পন্ন করে থাকি। কত বছরে বিয়ের বয়স হয় বা ছোট থাকতে বিবাহ দিলে কি কি অসুবিধা হয় তা আমরা জানিনা। আমাদের পুরোহিত ডেকে বিবাহ সম্পন্ন করি। আর পুরোহিতও আমাদের বাল্য বিবাহ বিষয়ে কোন ধারণা দেন না। বিবাহ রেজিষ্টেশন বিষয়ে তাদের কোন কিছুই জানা নেই বলে তারা এ প্রতিবেদককে জানান। বাগেরহাট শহরের লিচু তলা এলাকার Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • একটু স্বাচ্ছন্দ্য আর নিরাপদে বসবাস করার স্বপ্নেও বিভোর ছিলেন দলিত মুক্তিযোদ্ধাগণ Posted on by

    ইভা পাল, উপ-প্রকল্প সমন্বয়কারী :: মা, মাটি ও মাতৃভূমি এই তিনটি শব্দ যেন মিশে আছে ধনী, দরিদ্র সকল বাঙ্গালীর প্রাণে। আর এই তিনটি শব্দকে কেন্দ্র করে দেশের স্বাধীনতা অর্জন ভূমিকা রেখে গেছে লাখো প্রাণ। আর এই লাখো শহীদের ভিড়ে রয়ে গেছে অনেক জানা-অজানা দলিত প্রাণের কথা। এই অজানা কথা রয়েছে শারি সংস্থার Promoting Gender Sensitive Panchayets of Dalit Community in Bangladesh ৫০টি প্রকল্প (ঢাকা, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জ) এলাকার মধ্যে ১০টি এলাকার ২৫জন মুক্তিযুদ্ধার কথা জানা যায়। যারা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের বিজয় অর্জনে, স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে।
    ঢাকার আনন্দনগর ঋষিপাড়ার ৬৫ (বর্তমান) বছরের নিপেন্দ্র চন্দ্র দাস (পিতা মৃত রমেশ দাস, মাতা রাশি রানী), ৬৮বছরের (বর্তমান) অনুকুল চন্দ্র দাস (পিতা মৃত পূন্য চন্দ্র দাস, মাতা মৃত রাধা রানী) সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ না করলেও মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় এবং অস্ত্র রাখার জন্য মাটির গর্ত তৈরী করতো। Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • অলিখিত ভাবে হলেও ইউনিয়ন পরিষদ ষ্ট্যান্ডিং কমিটির কার্যক্রমে ভূমিকা রাখছেন প্রান্তিক নেতারা Posted on by

    ইভা পাল, প্রকল্প উপ-সমন্বয়কারী :: ছোট বেলা থেকেই ন্যায়পরায়নতার আর মানবতার মধ্য দিয়ে বড় বড় হতে হতে আজ ৩৪বছরে পা রেখে কেরাণীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ভাওয়াল ঋষিপাড়ার বিবেক চন্দ্র দাস। বাবা শ্রী বিজয় চন্দ্র দাস (৬৫) মাতা মৃত মহারানী দাস। দুই ভাইয়ের মধ্যে বিবেক চন্দ্র দাস বড়। ছোট ভাই গোপাল চন্দ্র দাস (৩০) ওয়েল্ডিং এর কাজ করে। মা-বাবা অল্প শিক্ষিত হলেও সšতান বিবেক চন্দ্র দাস কে পড়ালেখা শিখাতে কোনরূপ কার্পন্য করেনি। বাড়ির উঠোন থেকেই বের হয়েই ভাওয়াল মনোহরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারী পাশ শেষে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে দ্বিতীয় বিভাগ নিয়ে এসএসসি এবং লালমাটিয়া কমার্স কলেজ থেকে ১৯৯৮সালে দ্বিতীয় বিভাগ নিয়ে এইচ এস সি ও ২০০১সালে দ্বিতীয় বিভাগ নিয়ে বি.কম পাশ করেন। মানবিক গুনাবলী আর উদ্যমী মনোভাব দিন দিন বিবেক দাসকে বন্ধুমহল, সমাজ আর কলেজের সকল শিক্ষকদের ভালবাসা আর আšতরিকতাকে আরো বাড়িয়ে দিতে লাগলো। অনুভূতিগুলো যখন থেকে অনুভবে আসতে লাগলো তখন থেকেই নিজেকে নিয়ে স্বপ্ন Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.
  • দলিত জনগোষ্টীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণে রাষ্ট্র ও আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক Posted on by

    দলিত জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে শারি সংস্থার আয়োজনে রাজবাড়ী জেলায় দলিত পঞ্চায়েত ফোরাম রাজবাড়ী জেলা কমিটি এবং শারি’র যৌথ আয়োজনে গত ২৪ জুলাই ২০১৭ ভিপিকেএ কেন্দ্রে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শারি’র উপ সমন্বয়কারী রঞ্জন বকসী নুপুর সঞ্চালনায় সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ চন্দ্র দাস, সভাপতি, দলিত পঞ্চায়েত ফোরাম, রাজবাড়ী জেলা কমিটি। প্রধান অতিথি ছিলেন ফকির আব্দুল জব্বার, চেয়াম্যান, রাজবাড়ী জেলা পরিষদ। সম্মানিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন খান মোঃ জহুরুল হক, সভাপতি, রাজবাড়ি প্রেসক্লাব, মাজহারুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা, মোঃ ফেরদৌস শেখ, ক্রেডিট সুপারভাইজার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, লুৎফর রহমান লাবু, এনজিও সমন্বয়কারী, নির্বাহী পরিচালক, রাশ, রাজবাড়ী, হাফিজ আল আসাদ, নির্বাহী পরিচালক, ভিপিকেএ ফাউন্ডেশন এবং অধ্যাপক খায়রুল হাসান, নির্বাহী পরিচালক, ওয়েড। Continue reading

    This news was posted in  |  | . Bookmark the permalink.